top of page

আমাদের সিদ্ধান্তই আমাদের  শক্তি, আসুন একজোট হই!

ধন্যবাদ

HEADERMIVOICES_Layered.jpg
MI_ChoiceIsPower_Web_1.jpg

গর্ভপাতের যত্নে সম্পূর্ণ অধিকার আমাদের প্রাপ্য।

২০২২ সালে আমরা মিশিগানে সকলের জন্য প্রজনন স্বাধীনতা জিতেছি। আমরা তাঁদের অধিকারের নিশ্চয়তা দিয়েছি, এখন আমাদের লক্ষ্য যেন সবাই এই অধিকার প্রয়োগ করতে পারে পূর্ণ অ্যাক্সেসের মাধ্যমে।

 

আসুন, আমরা আমাদের বিজয়কে আরও এগিয়ে নিয়ে যাই। যাতে সকলে কটু কথা কিংবা ক্ষতিক্ষর বাঁধা ছাড়াই সহানুভূতিপূর্ণ পরিবেশে তাঁদের প্রজনন স্বাস্থ্যসেবা পেতে পারেন।

আসুন, যাদের গর্ভপাত সময়কালে যত্নের প্রয়োজন তাঁদের নিঃশর্ত সমর্থনে আমরা যেন সোচ্চার হই। আমাদের প্রতিটি সম্প্রদায় তখনই উন্নতি লাভ করবে যখন আমাদের স্বাধীনতা ও অধিকারকে সীমাবদ্ধ করে, এমন সব আইন থেকে আমরা মুক্তি পাবো।   সকলের জন্য ভালো বেতনের চাকরি, তাঁদের প্রয়োজনে স্বাস্থ্যসেবার পূর্ণ অধিকার, এবং সহিংসতা ও বৈষম্য থেকে সকলকে সুরক্ষা করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

আসুন, আমাদের মধ্যে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও  চাহিদাকে কেন্দ্রীভূত করি। কালো এবং অন্যান্য প্রান্তিক জাতি, এলজিবিটিকিউআইএ+, গ্রামীণ এবং তরুণ নাগরিকরা, যারা তাঁদের পূর্ণ যত্ন  পেতে বাঁধার সম্মুখীন হন।

bottom of page